পরি ও হিউম্যানয়েড এবং অন্যান্য

ফিরোজ আখতার

পরি ও হিউম্যানযঠেড

বুকের চামড়ায় তারা বেঁধে রাখে যে ভিনগ্রহী মেয়েটি
সে আজ কাদঁছে : ভিনগ্রহীরঠ¾ কাঁদে নাকি?

হ্যাঁ, কাঁদে৷ সেই ভিনগ্রহী মেয়েটি কাঁদে৷
সে কাঁদলে ছায়াপথে নক্ষত্রবৃঠ্টি নামে
সে কাঁদলে বোররাক আরও জোরে ডানা ঝাপটায়

শ্বেতগহ্বঠ° আরও আরও স্ফীত হয় -

পৃথিবী'র প্রবেশদ্বঠর আরও বেশি নমনীয় হয় :
পরিরা ফুল হাতে স্বাগত জানায় হিউম্যানযঠেডকে৷


দাবাড়ু< br />
পেছনে নৌকা আর মন্ত্রী'র সাপোর্ট নিয়ে
সৈন্যরা প্রাণ দেয়

কী বা যায় আসে দাবাড়ু'র

সে শুধু জিত বা হার বোঝে
তারপর...
ঘুঁটিগুলোঠ•à§‡ বাক্সে তুলে রাখে
এক এক করে



বিষমা

ফিরে গেছিল সে...
ট্রামলাইন বরাবর৷
যাওয়ার আগে একগোছা বটের কচি ঝুরি
ছিঁড়ে নিয়েছিল স্মৃতি হিসাবে

সে কন্যা'র নাম বিষমা...
সে গোপনে রমণ করতে পারেনি

ফেসবুক মন্তব্য